বাবার সহায় রাসেল

পড়ালেখা বাদ দিয়ে মিনি বাসের বডি মিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করে সংসারে জোড়াতালি দিতে সাহায্য করছে সিলেটের রাসেল।

ওর সাথে কথা হয় 'হ্যালো'-র। বয়স ১৪বছর। বাড়ি সিলেটের সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। দুই ভাই চার বোন ও মা-বাবা নিয়ে আট জনের সংসার।  

তার বাবা একজন পাহারাদার হিসেবে কাজ করে মাসে যে বেতন পান তা দিয়ে এত বড় পরিবার চালানো তার পক্ষে বেশ কঠিন হয়।

রাসেল জানায়, তৃতীয় শ্রেণিতে ওঠে আর পড়ালেখা করতে পারে নি। তার বয়স যখন এগারো তখন থেকে মিনি বাসের বডি মিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করছে। দৈনিক ৩০টাকা মজুরিতে সে কাজ শুরু করে। এখন পায় ৬০টাকা।

রাসেলের বাবার সাথে রাসেলের পড়ালেখার কথা বলতে গেলে তিনি জানান, সব মা বাবাই চায় তাদের ছেলে মেয়ে পড়াশুনা করুক। কিন্তু তার একার পক্ষে পরিবার চালানো বেশ কষ্টকর। আর পড়াশুনা করাইতে অনেক খরচ।   

পরিবারে কেউ পড়ালেখা করে কিনা জানতে চাইলে রাসেল বলে, "আমার বড় বোন সাবানা চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েছে। অভাবের কারণে তার আর পড়া হয়নি।

"ছোট এক ভাই চতুর্থ শ্রেণিতে আর বোন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আর দু'জন খুব ছোটো। পড়ার বয়স হয়নি।"  

রাসেল আরো জানায়, তার কাজে কোনো ভুল হলে তাকে মালিকের মার খেতে হয়। পড়াশোনা করার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে বলে, "আমার বয়সীরা যখন স্কুলে যায় তখন আমার মন খুব খারাপ হয়। আমারও ইচ্ছে করে স্কুলে গিয়ে পড়ালেখা করতে।

"কিন্তু এখন আমি চাইলেও স্কুলে যেতে পারবো না কারণ আমি আর বাবা মিলেই পরিবারের সবার খাবার যোগাই।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com