শিখতে গিয়ে লাঞ্চ মেলেনি পুতুলের

কাজ শেখার জন্য সামান্য স্ন্যাকবার আর একটা আপেল নিয়ে বসে থাকতেন মনোস্তত্ত্ববিদ সায়মা ওয়াজেদ পুতুল।

তারই হাতে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বুধবার সন্ধ্যায় ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মেয়ের হাতে পুরস্কারটি তুলে দেন।

গত বছরের  ১৭ অগস্ট হ্যালোর একদল শিশুসাংবাদিক গিয়েছিল তার কাছে।

সেদিন ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ট্রাস্ট কার্যালয়ে শিশু সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধিতা নিয়ে কথা বলেন তিনি।

আধা ঘণ্টার এ কথোপকথনে শোনান তার শিক্ষা ও  পেশা জীবনের নানা অজানা গল্প।

অডিওতে শুনুন সেই দিনের আলাপচারিতার বিস্তারিত।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com