'শিল্পী হতে চাই'

বন্ধুরা মিলে বসে গল্প করছিলাম। এমন সময় এক রিকশাওয়ালা এসে বললেন,"মামা একটা গান বানাইছি, শুনবেন?"

উনি যেহেতু আগ্রহ করে শুনাতে চেয়েছেন তাই আমরা আর না করলাম না।

উনি গান শুরু করলেন-
"আমি একটা হাওয়ার গাড়ি/

হাওয়াতে চলি/

হাওয়া যদি বের হয়ে যায়/

চলবে না আর গাড়ি।"

তার নাম মন্টু ফকির। উনার গান শুনে ভালোই লাগল। তারপর কিছুক্ষণ কথা হল উনার সাথে।

হ্যালো: গ্রামের বাড়ি কোথায় আপনার?

মন্টু: পাবনায়। তয় সব জায়গা জমি, বাড়ি এখন নদীতে গেছে গা।
হ্যালো: এখন থাকেন কোথায়?

মন্টু: কামরাঙ্গিচরে, ঢাকায় আসছি ১৮দিন হইছে।
হ্যালো: গান লেখেন কবে থেকে?

মন্টু: প্রায় ২০০৩ সাল থেকে।
হ্যালো: আপনার গানের সংখ্যা কত?
মন্টু: ২০০ টার উপরে। সব ডায়রিতে লেইখা রাখছি।

হ্যালো: লিখে রেখেছেন? আপনি কতদূর লেখাপড়া করেছেন?
মন্টু: ঠিক মনে নাই। ১৪ বছর বয়স থেকে এক বাড়িতে কাম করতাম। ঐ বাড়ির ছোট ছেলের কাছ থেকেও কিছু লেখাপড়া শিখছি। তয় নিজে পড়তে না পারলেও কাম কইরা বড় ভাইরে পড়ালেখা করাইছি।

হ্যালো: বড় ভাইকে কতদূর পড়িয়েছেন? উনি এখন কি করেন?
মন্টু: আইএ (এইচ এস সি) পর্যন্ত। এখন চিটাগাং বন্দরে কাম করে।

হ্যালো: আপনার ছেলেমেয়ে কয়জন? ওরা পড়াশুনা করে তো?
মন্টু: দুইজন। দুইজনই স্কুলে যায়।

হ্যালো: প্রতিদিন কয়টা গান লিখেন?
মন্টু: ঠিক নাই, যে কটা মনে আসে।

হ্যালো: আপনি কি ধরণের গান লিখেন?
মন্টু: দেশাত্বকবোধক, মা-বাবা নিয়ে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু যখন যেটা মনে আসে। যখন গান লিখি তখন কল্পনা করে লিখি।

হ্যালো: গান লেখার প্রেরণা পেলেন কোথায় থেকে?
মন্টু: নিজ থেকে। ছোট থেকে ইচ্ছা গায়ক হব।

হ্যালো: আচ্ছা বর্তমানে অনেকে বাংলা গান তেমন শুনে না বললেই চলে। এ ব্যাপারে আপনার মত কি?
মন্টু: দেখেন আমরা বাঙালি। বাংলা আমাদের শিকড়। তাই আমাদের বাংলা গানকে ভুইলা থাকা যাবে না। কারণ বাংলায় আমরা বাইড়া উঠছি।

হ্যালো: বর্তমান ইচ্ছে কি?
মন্টু: বর্তমান ইচ্ছে শিল্পী হওয়া। কেউ সুযোগ করে দিলে শিল্পী হইতে চাই। আমার স্বপ্ন বড় গায়ক হব। বাজারে আমার সিডি

বাইর হইব।
হ্যালো: আপনার সাথে কথা বলে ভালো লাগল। আশা করি আপনার ইচ্ছা পূরণ হবে।

মন্টু: দোয়া কইরেন।
তারপর আবারো গুন গুন করতে করতে রিকশা নিয়ে চলে গেলেন মন্টু ফকির।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com