রুবিক কিউব নিয়ে ঋভু

রুবিক কিউব নিয়ে খেলা সব বয়সের মানুষের কাছেই প্রিয়। কে কত কম সময়ে এই পাজলটি মেলাতে পারে সেটিই এ খেলার মজা। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় এ ধাঁধাঁ মেলাতে।

ঢাকার ছেলে সাকিব ইবনে রশিদ ঋভু মাত্র ৮.৭৫ সেকেন্ডে এই ধাঁধাঁ মিলিয়ে দিয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে।

অন্য যেসব কিউবার আছে তাদের সবার কাছে ঋভুর নাম জিজ্ঞেস করলেই সবাই বলে দিবে, হ্যাঁ ঋভু ভাই তো খুব ভালো কিউব মেলায়। কিছুদিন আগে সে করলো কিউব মেলানোর নিউ রেকর্ড।

এসব নিয়ে তার সাথে কথা হল হ্যালোর।

হ্যালোঃ কবে থেকে কিউব মেলানো শুরু করেছো?

ঋভুঃ ফেব্রুয়ারি ২২, ২০১৩ থেকে।

হ্যালোঃ এতো কিছু থাকতে এটার প্রতি এতো আগ্রহ কেন?

ঋভুঃ প্রথমে শুধু খেলতাম। পরে এক বন্ধুর কাছে শিখতে গিয়েছিলাম। ও আমাকে আধ ঘণ্টা বয়ান দিয়ে বলেছিল যে আমাকে দিয়ে এটা হবে না। তারপর থেকে জেদ চাপলো।

 আর সিরিয়াসলি নিয়েছি আরেক কারণে। আমার কিউব মেলাতে যখন ৫৫ সেকেন্ড লাগত তখন একজন বলেছিল, "ঋভু তুমি কিউব মেলানো ছেড়ে দাও। তোমার হাতে এটা মানায় না।"

 আরেকটা কারণ হল আমি অংকে কাঁচা বলে বাসার সবাই মনে করতো আমার বুদ্ধি নাই। শেষে 3D পাজলটাকে বেছে নিলাম কারণ আইনস্টাইন বলেছিলেন বিশ্বের ৯৮% মানুষ 3D পাজল মিলাতে পারবে না।

হ্যালোঃ তোমার নিউ টাইমিং কত?

ঋভুঃ জাতীয় রেকর্ড ১০.৯১ সেকেন্ড। পার্সোনাল রেকর্ড ৬.৯৩ সেকেন্ড।

হ্যালোঃ নতুন রেকর্ড করেছ কবে?

ঋভুঃ জাতীয় রেরর্ড? 

হ্যালোঃ হ্যাঁ

ঋভুঃ ৭ জুন

হ্যালোঃ কেউ কি কখনো তোমার কাছে কিউব মেলানো শিখতে চায়?

ঋভুঃ হ্যাঁ, তা চায়। প্রতিদিন কমপক্ষে ১০/১২ জন।

হ্যালোঃ তোমাকে অনেক ধন্যবাদ

ঋভুঃ তোমাকেও ধন্যবাদ।

তোমরা কি জানো এই রুবিক কিউব কি? এটি একটি পাজল গেম। হাঙ্গেরিয়ান ভাস্কর ও স্থাপত্যবিদ্যার অধ্যাপক আরনো রুবিক এই ম্যাজিক কিউব বা পাজলটি আবিষ্কার করেন। ছ বছরের মাথায় ১৯৮০ সালে শ্রেষ্ঠ পাজল গেম হিসেবে এটি জার্মানের 'গেম অভ দ্য ইয়ার' এর বিশেষ পুরস্কার পায়।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com