গরিবের রোজা

রূপগঞ্জের পরিবার হারা শিশু সাদিক। বয়স দশ এগার বছর। কাজের খোঁজে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় তবু খাবার জোটেনা তার।  

কখনও ক্ষেত-ক্ষামারে  কখনও কারো বাড়িতে কাজ করে। তাতে ঠিক মতো খাবার জোটেনা। কোনদিন একবেলা কোনদিন অনাহার।

সাদিক জানায়, তার স্কুলে যেতে খুব ইচ্ছা করে। কিন্তু বাপ মা নাই তাই নিজের খাবার নিজেকেই জোগাড় করতে হয়। ঘুরে বেড়াতে হয় সারাদিন।  

সাদিক রোজা রাখে কি না জানতে চাইলে সে বলে “আমাগো তো বেবাগ বেলাই রোজা”।

খাবারই জোটেনা টিকঠাক তাই সব দিনই সাদিকের রোজা।  

ওর পায়ে কালশিটের দাগ কেন জানতে চাইলে সে জানায়, কাজে দেরি করে যাওয়ায় মালিক কাঠ দিয়ে পায়ে মেরেছে।  

বাংলাদেশে অতি সম্প্রতি পাস হয়েছে শিশু আইন ২০১৩। এতে বলা হয়েছে কোন ব্যক্তি যদি তার দায়িত্বে থাকা শিশুকে আঘাত, উৎপীড়ন বা অবহেলা করে তাহলে ঐ ব্যক্তির অনধিক পাঁচ বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।  

কিন্তু অসহায় সাদিক এ সব নিয়ম বা আইন সম্পর্কে কিছুই জানে না।

সাদিকের বাবা মা পরিবার কিছুই নাই। হয়ত কোনদিনই স্কুলের পথ মাড়ানোর সুযোগ হবে না তার তবু সে বলে, "বড় অইয়্যা পেলেন চালামু।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com