ভূমিকম্পের পূর্ব প্রস্তুতির মহড়া

বাগেরহাটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদরের বৈটপুর মোমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় মোমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে ছয় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

মহড়া চলাকালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সম্ভাব্য করণীয়সহ বহুতল ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে বিপদসংকুল অবস্থায় জানমাল এবং নিজেদের রক্ষার কলাকৌশল দেখানো হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট স্টেশনের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারি দূর্যককালীন সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় ও জীবনরক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com