পরিবারহীন শিশুদের সাথে ঈদের আনন্দ

বরিশালের শিশু সাংবাদিকরা এক বেসরকারি সংস্থার আবাসিক পরিবার বিচ্ছিন্ন শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিলো।

ঈদের দিন ৮২ জন পরিবার বিচ্ছন্ন  শিশুর হাতে মেহেদী পরিয়ে, কেকে কেটে, গেমস খেলে, মজার সব গিফট দিয়ে আনন্দে মেতেছিলো শিশু কিশোর পত্রিকা লাল সবুজের সদস্যরা।

এসব শিশুরা এখানে থেকেই  পড়াশোনা করে। ঈদের আনন্দ কী সেটা ওরা তেমন করে বোঝে না। তাই‘ঈ তে ঈদ’ শিরোনামের এ আয়োজনে শিশুদের সাথে আনন্দ ভাগ করতে  শিশু সাংবাদিকদের সাথে হাজির হন  বরিশালের বিশিষ্ট জনরাও।

সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, লাল সবুজ উপদেষ্টা আক্কাস হোসেন, সমাজ সেবক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ডা. মো. আনোয়ার হোসেন ও সংস্থাটির বরিশাল কো অর্ডিনেটর ফেরদৌসি সুলতানা এই আনন্দ মেলায় উপস্থিত ছিলেন।   

এ সময় তারা শিশুদের নিয়ে ঈদের দিনটিতে এমন আয়োজনের জন্য লাল সবুজকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি এ ধরণের আরো  ভালো কাজে শিশু সাংবাদিকদের উদ্বুদ্ধ করেন তারা।    

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com