নীলফামারীতে শিশুদের সাংস্কৃতিক উৎসব

নীলফামারী জেলার শিল্পকলা একাডেমিতে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে নীলফামারী, কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলা শিল্পকলা একাডেমী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিশুশিল্পীরা অনুষ্ঠানে নাচ, আবৃত্তি, গান ও কৌতুক পরিবেশন করে।  

উৎসবের সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান। 

মোস্তাক আহমেদ জানান, শিশুদের মধ্যে চর্চা বাড়াতে এবং তাদের উৎসাহ দিতে এই উৎসবের আয়োজন করা হয়। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com