বিজ্ঞান মেলা

ঢাকার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা শেষ হলো।

১৬ অগস্ট শুরু হওয়া এই মেলা ১৮ অগস্ট মঙ্গলবার শেষ হয়।   

তিন দিনের এই মেলায় প্রায় অর্ধশতাধিক স্কুল ও কলেজের অংশগ্রহণে একশর বেশি প্রকল্প প্রদর্শিত হয়।

শিক্ষার্থীরা প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি দেয়াল পত্রিকাও প্রদর্শন করে। এছাড়াও বিভিন্ন বিষয়ে অলিম্পিয়ার্ড ও রুবিকস কিউব প্রতিযোগিতায় অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।  

মেলার উদ্বোধন করেন ড. এনামুল হক ও ড. আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লেফটেনেন্ট কর্ণেল মো. আলমগীর হোসেন ও এক হাজারেরও বেশি দর্শনার্থী।      

মেলার এক দর্শক মাইনুল ইসলাম বলেন, বিজ্ঞান মেলায় এসে অনেক কিছু জানতে পেরে ভালো লাগছে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com