খাগড়াছড়িতে মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করে করে জেলা এনসিটিএফ টিম। 

ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স টিম বুধবার সকালে পরিদর্শনে গিয়ে কর্তব্যরত ডাক্তার শাহানাজ সুলতানার সাথে কথা বলে।

ডা. শাহানাজ জানান, মা ও শিশুদের জন্য বেডের সংখ্যা চাহিদার তুলনায় কম। এদের জন্য ১০ টি বেড রয়েছে। রোগীর সংখ্যা বেশি হলে নিচে বিছানা করে থাকতে দেয়া হয়।

তিনি আরও জানান, কোন সিরিয়াস রোগিদের এখানে ভর্তি করা হয় না। কারণ সেরকম কোন চিকিৎসা সুবিধা এখানে নাই।

চিকিৎসাধীন সিয়েমা মারমা (১৮) সাথে কথা বলে জানা যায়, তার শিশুর বয়স তিন দিন।

ডাক্তাররা ওষুধপত্র দেয়া সহ নিয়মিত দেখাশুনা করছেন বলেও তিনি জানান।

এই পরিদর্শন দলে ছিলেন, খাগড়াছড়ি জেলা ভলান্টিয়ার জয়ব্রত ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক- শামীম ইসলাম, শিশু গবেষক বিনয় দত্ত, শিশু সাংবাদিক রেবেকা সুলাতানা, আমির হোসেনসহ অন্যরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com