জাতীয় মৎস সপ্তাহে নওগাঁর মাছ ফর্মালিন মুক্ত

“সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নওগাঁয় পালিত হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ-২০১৫। এর অংশ হিসেবে আজ সকালে নওগাঁ পৌর মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত মাছ বাজারে অভিযান চালিয়ে ফর্মালিন মুক্ত মাছ পায় ভ্রাম্যমাণ আদালত।

মৎসঅধিদপ্তর ও জেলাপ্রসাশন, নওগাঁর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুভাশীষ ঘোষের নেতৃত্বে। বাজার তদারকী করে সন্তোষ প্রকাশ করেন সুভাশীষ ঘোষ।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা শামসুল আলম শাহ্‌।

তিনি বলেন, “এই মাছবাজার ফর্মালিনমুক্ত এবং ৯-১২ ইঞ্চির নিচে দেশি বা কার্পজাতীয় কোনো মাছ পাওয়া যায়নি।”

ভবিষ্যতেও আইন মেনে মাছ বিক্রির এই ধারা অব্যাহত রাখার জন্য মাছ ব্যবসায়ীদের প্রতি আহবান জানান শামসুলআলমশাহ্।

পৌর মাছবাজার সমিতির সভাপতি বাবলু বেগ প্রতিশ্রুতি দেন সামনের দিনগুলোতেও আইন মেনে বাজারে মাছ বিক্রি করার জন্য পৌর মাছবাজার সমিতি সচেষ্ট থাকবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com