শিশু অধিকার রক্ষায় ইউনিসেফের তিন নীতি উদ্বোধন

বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে তিন নীতির উদ্বোধন করবে ইউনিসেফ।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই নীতি উদ্বোধন করা হবে।

ইউনিসেফ থেকে হ্যালোকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমৃদ্ধির অগ্রযাত্রায় সুবিধা বঞ্চিত শিশুদের আগ্রহী করার ওপর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলেপমেন্ট ও ইউনিসেফ যৌথউদ্যোগে এই নীতি তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম  মুস্তফা কামাল, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ও বেসরকারি সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদারসহ আরও অনেকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com