রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা

বাংলাদেশ শিশু একাডেমীর সিলেট জেলা শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী-২০১৫  উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

হ্যালোতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের নাম আগামী বুধবার ২৭ মে বিকেল ৫টার মধ্যে সিলেট শিশু একাডেমীতে বলা হয়েছে।

নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্রনাথ অথবা নজরুলের কবিতা ও নৃত্য এ চার বিষয়ে প্রতিযোগিতা হবে বলে জানানো হয়েছে।

শনিবার ৩০ মে সিলেট শিশু একাডেমীতে সকাল ৯.৩০ থেকে প্রতিযোগিতা শুরু হবে।

প্রতিযোগিতায় ক বিভাগে শিশু - তৃতীয় শ্রেণি, খ বিভাগে চতুর্থ - ষষ্ঠ শ্রেণি ও গ বিভাগে সপ্তম-দশম শ্রেণি পর্যন্ত অংশ নেবে।

পরে বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com