শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট দুদিনের শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করে।

জেলার সদর হাসপাতালের ডা. শহীদ মিলনায়তনে ৯ ও ১০ এপ্রিল ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ )-এর উদ্যোগে এ কর্মশালা শুরু হয়।

দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান অতিথির সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, “সাংবাদিকতা হল একটি মহান পেশা। তাই আমি মনে করি প্রত্যেক সাংবাদিকদের অবশ্যই দেশপ্রেমিক হতে হবে।”

শিশুদের লেখালেখিতে আরো আগ্রহী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আরো প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথা বলেন অজিত চন্দ্র বিশ্বাস ও শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি ।  

প্রশিক্ষণে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার ৩০ জন সদস্য অংশগ্রহণ করছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com