বগুড়ায় মুশফিকুর রহিমের সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর শনিবার বিকেলে তার নিজ  জেলা বগুড়ার সাতমাথায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।  

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মুশফিকুর রহিম বলেন, “বাংলাদেশের ক্রিকেট কতদূর এগিয়েছে এবারের বিশ্বকাপে আমরা তা প্রমাণ করেছি।

“কোয়ার্টার ফাইনালে অপ্রত্যাশিতভাবে পরাজিত হলেও দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে দেশের জন্য।”  

এবছরের মধ্যেই বগুড়ায় একটি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মুশফিকুর রহিম বলেন, “বগুড়া থেকে নতুন নতুন ক্রিকেটার বেরিয়ে আসছে না এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। আমরা আশা করছি ক্রিকেট একাডেমি গড়ে উঠলে এ সংকট কেটে যাবে।”

 জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুশফিকুর রহিমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস।   

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com