বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হল  

“প্রযুক্তি করিতে পারে দারিদ্র বিমোচন” এই ধ্বনিকে সামনে রেখে নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুক্রবার শেষ হলো।

৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই মেলা শুরু হয়েছিল বুধবার, ১৮ মার্চ।  

শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বক্তৃতা ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।   

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক এনামুল হক।

সিনিয়র ও জুনিয়র এই দুটি বিভাগ থেকে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় অংশ মোট ৬৭টি বিজ্ঞান প্রকল্প মেলায় প্রদর্শিত হয়।

এর মধ্যে জুনিয়র ক্যাটাগরি থেকে প্রথম হয় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী  লামিয়া হাছান।

সিনিয়র ক্যাটাগরি থেকে প্রথম স্থান অর্জন করে নওগাঁ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নিলয় কুমার মন্ডল।

ক্ষুদে বিজ্ঞানীদের প্রতিভা বিকশিত করার জন্যে এ ধরণের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।তাদের এরকম বিজ্ঞানমনষ্ক চিন্তা ভাবনা দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com