নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শনিবার নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

কর্মসুচির অংশ হিসেবে সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্মৃতি অম্লানে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক জাকীর হোসেন, সহকারী পুলিশ সুপার জাকারিয়া রহমানসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।  

মুক্তিযোদ্ধা শওকত আলী টুলটুল বলেন, নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ১৩ ডিসেম্বর প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তারই স্মৃতিতে সেখানে নির্মাণ করা হয়েছে স্বাধীনতা স্মৃতি অম্লান স্তম্ভ।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com