ফরিদপুরে হ্যালোর প্রশিক্ষণ কর্মশালা শেষ

“আমার কথাও যাবে বহু দূর” এই ধ্বনি দিয়ে ফরিদপুরে শুরু হওয়া শিশু সাংবাদিক উৎসবের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

রোববার দুপুরে আলীপুর শাপলা সড়কে সুহৃদ মিলনায়তনে এই কর্মশালা শেষ হয়।

শহরের অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬জন শিশু-কিশোর নেয়।

কর্মশালায় সাংবাদিকতার নিয়ম-নীতি, কলা-কৌশল, আইন, সাংবাদিকদের নীতি-নৈতিকতা ও অনলাইন গণমাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় শিশুসাংবাদিক উৎসবের বাছাই পরীক্ষা হয় ২২ অগস্ট।

এতে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ ফিচার সম্পাদক হাসান বিপুল, ফরিদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি মফিজুর রহমান শিপন, সমকাল সুহৃদ সমাবেশের ফরিদপুর সাধারণ সম্পাদক সৌমিত্র মজুমদার পলাশ।  

পহেলা সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টায় সুহৃদ মিলনায়তনে শিশুদের এই উৎসবের সমাপনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com