নাড়ির টানে বাড়ি

নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। ঈদের আনন্দ সবার সাথে কাটাতে বুধবার থেকেই ফিরছে কুড়িগ্রামের ঘরমুখো মানুষজন। 

জেলার ঘোষপাড়া ও শাপলা চত্বরে সকাল ৬টার দিকে দেখা যায় ঢাকা থেকে অনেক যাত্রী বাস থেকে নামছে। এরপর গন্তব্য নিজ নিজ বাসা বাড়ি ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র  বুলবুল (২৩) হ্যালোকে বলে, 'আজ অনেকদিন পর নিজের জেলায় এলাম। পরিবারের সাথে ঈদ করবো বলে।'
নানু বাসায় বেড়াতে আসা দুই বোন ঐশি (৭) ও আইভি (১১) হ্যালোকে জানায়, আব্বু আম্মুর সঙ্গে নানু বাড়ি যাচ্ছে ঈদ করতে, গ্রামে ঈদ করতে তাদের খুব ভাল লাগে।

ঢাকার ব্যস্ত যানজট থেকে কয়েকদিনের বিদায় দিয়ে নিজ নিজ প্রাণের শহরে এভাবেই বাবা মায়েদের হাত ধরে ঈদে বেড়াতে আসছে শিশুরা আর ঘরে ফিরছে স্বজনরা । 
শনিবার সকালে দেখা যায় অনেকে অটোবাইক আর রিক্সায় করে বাড়ি ফিরছে। ঈদের আনন্দকে ঘিরে ব্যস্ত হাসি খুশিতে সময় কাটাচ্ছে সব বয়সের কিশোর আর কিশোরীরা। খেটে খাওয়া এসব মানুষ নিরাপদে ঘরে ফিরতে পেরে অনেক খুশি।

ঢাকার মতিঝিলে রিক্সা চালান কেরামত আলী। হ্যালোকে জানালেন তার অনুভূতি। বললেন, "ঢাকাত রিক্সা চালাইয়ে কিছু টাকা জমাইছি। সেই টাকা দিয়া বেটি আর তোমার চাচির জন্য কাপড় কিনছি । খুব ভালো লাগব্যার নাকচে। ম্যালাদিন পর বাড়িত
আসলুং।"  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com