বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা হয়।

প্রধান শিক্ষক আবদুর রব সেরেনিয়াবাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ।

আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমেশচন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজীমসহ শিক্ষক, ছাত্র ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্ররা অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এর পরে কোরআন ও গীতা পাঠ, পতাকা উত্তোলণ, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও মশাল জ্বালান হয়।  

দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হোসাইন বলে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও যে খুব জরুরি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা তা আবার আমাদের মনে করিয়ে দিল।

একই শ্রেণির শিক্ষার্থী ঋত্ত্বিক বিশ্বাস বলে, বছরের শুরুতে এই ধরনের আয়োজনে আমরা খুবই খুশি। বিদ্যালয়ের সবার সাথে খেলাধুলা করার সুযোগ সবসময় হয়ে ওঠে না। কিন্তু এ আয়োজনের জন্য তা সম্ভব হয়েছে। 

অভিভাবক আরিফ মোস্তফা বলেন, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শিশুদের শারীরিক ও মানসিক উন্নতি ঘটাবে। এছাড়া এই খেলাধুলার আয়োজনের ফলে সবার মাঝে সহযোগিতা, সহিষ্ণুতা, শৃঙ্খলাবোধ সৃষ্টি হবে বলেও আমি মনে করি।   

অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক বিবেকানন্দ মজুমদার।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com