জেলা উন্নয়ন মেলা

কুড়িগ্রামে শুরু হয়েছে জেলা উন্নয়ন মেলা।
জেলা উন্নয়ন মেলা

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে মেলা হয়েছে।

মেলার অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সরকারের সচিব) মো. মাহফুজুর রহমান।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম সেলিম, জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী এই মেলায় বিভিন্ন বিভাগের উন্নয়ন ও অগ্রগতির অডিও ভিজুয়াল উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মেলায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, স্বনির্ভরতা অর্জন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জন ও সাফল্য জনসাধারনকে জানান হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য মেলা খোলা থাকবে। মেলায় সরকারি, বেসরকারি বিভিন্ন বিভাগের ৮০টি স্টল খোলা হয়েছে।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com