বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দৃষ্টিপ্রতিবন্ধি দম্পতির মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার মাঝরাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাবা-মা কে বাঁচাতে গিয়ে তাদের দুই মেয়েও দগ্ধ হয়। ছোট মেয়ে মৌসুমি (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড় মেয়ে রুমা (২৫) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, রাতে নিহতের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে এ দুর্ঘটনা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এবং তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে অন্ধকারে পড়ে থাকা বেড়া বাঁধা তারে জড়িয়ে পড়েন। ওই তারটিতে বৈদ্যুতিক সংযোগ ছিল। তাতে জড়িয়ে স্বামী-স্ত্রী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরো জানান, দুজনের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায়  একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com