সৈয়দপুরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

অক্টোবর সেবা মাস ২০১৬ উপলক্ষ্যে নানা উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় রক্তদান সপ্তাহ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার লায়ন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ কর্মসূচি হয়।

এসময় প্রতিষ্ঠানের ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দান করে। 
রক্তদান করা শিক্ষার্থী আসাদুজ্জামান অনিক হ্যালোকে জানায়, রক্তদান একটি মহৎ কাজ, আমরা এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে গর্বিত।

অপর রক্তদাতা শিক্ষার্থী আফসানা মিমি হ্যালোকে জানায়, আমাদের এ রক্ত দিয়ে অনেক মুমূর্ষু লোকের প্রাণ বাঁচবে, তা ভেবেই অনেক ভালো লাগছে।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন শাহাবুদ্দিন ইসলাম হ্যালোকে জানায়, প্রতিবছর অক্টোবর মাসে আমাদের প্রতিষ্ঠান চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা রক্তদান করে থাকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com