পটুয়াখালীতে সহশিক্ষায় সক্রিয় শিক্ষার্থীরা

পটুয়াখালীর দশমিনা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সহশিক্ষা কার্যক্রম।

এ কার্যক্রমের মধ্যে রয়েছে নাচ, গান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল খেলাসহ আরও সাংস্কৃতিক শিক্ষা। 

উপজেলার রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার টিফিন পিরিয়ডে অনুষ্ঠিত হয়ে থাকে এই কার্যক্রম।

রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল হাসান সজিব বলে, ‘সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ হয়ে উঠছি।’

এছাড়া আরো তিন শিক্ষার্থী ইমরান, হাচনাইন ও রাকিব উচ্ছ্বসিত হয়ে প্রকাশ করে জানায়, কার্যক্রমে অংশগ্রহণটা তাদের পড়ালেখারই অংশ।

সহশিক্ষা কার্যক্রম পালনের দায়িত্বে থাকা ওই বিদ্যালয়ের শিক্ষক মো. নাজমুল ইসলাম তাজমীর  বলেন, ‘সহশিক্ষা কার্যক্রমে আমরা গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকি।’  

এ সম্পর্কে জানতে চাইলে দশমিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম,ডি, আবুল বাসার তালুকদার বলেন, ‘সহশিক্ষা কার্যক্রম পালনের জন্যে প্রতিটি বিদ্যালয়ে সরকারিভাবে তাগিদ দেওয়া হয়েছে।
তবে প্রতিটি বিদ্যালয়ে পালিত হয় না, বড় বড় বিদ্যালয়গুলোতে পালিত হয় বলেও তিনি জানান।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com