আলোচনা সভা

মানিকগঞ্জ জেলায় মুল্যবোধ অবক্ষয় রোধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার এই অনুষ্ঠান হয়।

সেখানে তরুণদের মূল্যবোধের অবক্ষয় রোধ বিষয়ে বক্তব্য দেন খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাইদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, রোভার স্কাউট লিডার ও শিশু সংগঠক রুহুল জামান সুজন, মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ দত্তসহ আরও অনেকে।

কিশোর তরুণদের সংগঠন ‘তারুণ্য’-র আয়োজনে এই অনুষ্ঠান হয়।

সভাপতি কাজিম ফাহিম আকাশ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শেষে শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে তারুণ্যের নতুন কমিটি  গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব গ্রহণ করে সৌমিক নওরোজ ও সাধারন সম্পাদকের দায়িত্ব পান হেমায়েল মারীফ বর্ন। 

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com