জাতীয় শোক দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাট জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে।

রোববার শহরের গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ে তিনটি বিভাগে নয়টি গ্রুপে এই  প্রতিযোগীতা হয়।   

অঙ্কন প্রতিযোগিতায় একশ’ জন,  রচনা প্রতিযোগিতায় ৯০ জন এবং আবৃত্তি প্রতিযোগিতায় ৬০ জন প্রতিযোগী অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ, সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম ও অন্যরা।  

জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। 

একই উপলক্ষ্যে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রায় তিনশ' শিশু এতে অংশ নেয়।

জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজন করে। 

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান, সদর উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আজগর আলী ও অন্যরা।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com