মা হারা রাশেদের গল্প

ছেলেটির বয়স আট বছর। সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে লাকড়ি কুড়ায় ও। সেই লাকড়ি বেচে সংসার চালায়।

ওর নাম রাশেদ। জয়পুরহাটের জামালগঞ্জে ওর বাড়ি। মা বাবা কেউ নেই ওর। দাদিই কোলে পিঠে করে মানুষ করেছে ওকে। সংসার ওর দাদিকে নিয়েই।

রাশেদ জানায়, আগে ওর দাদি পরের বাড়ি কাজ করে সংসার চালাতেন। কিন্তু এখন অসুস্থ বলে আর পারেন না। তাই অভাব দূর করতে ওকে এই পথ বেছে নিতে হয়েছে।

সারাদিন কাঠ কুড়িয়ে যে টাকা পায় তা দিয়ে সন্ধ্যায় চাল, ডাল কিনে বাড়ি ফেরে ও।  

এই বয়সে সংসারের হাল ধরতে হয়েছে বলে স্কুলে যাওয়ার কথা চিন্তা করার সুযোগ হয়নি ওর।   

এমন শিশুদের জন্য কারো কিছুই করার নেই? আছে জানি। কিন্তু কেউ এগিয়ে আসে না। কত সংগঠন, কত নীতি সব মুখ থুবড়ে পড়ে থাকে। কাজের কাজ কিছুই হয় না।

কত শিশু নীতি, কত প্রকল্প সব কিছু ব্যর্থ মনে হয় যখন রাশেদরা এক মুঠো খাবারের জন্য রাতদিন কষ্ট করে যায়।

Related Stories

No stories found.
bdnews24
bangla.bdnews24.com