বাবা বোঝেন না ক্ষতি হয় আমাদেরও

এমন কোনো সন্তান হয়তো খুঁজে পাওয়া যাবে না যে বাবাকে ভালোবাসে না। আমিও আমার বাবাকে খুব ভালোবাসি।

বাবা আমার বন্ধুর মতো। হেন কথা নেই যা বাবার কাছে বলি না। তবে বন্ধুর মতো এই বাবার ওপর আমি এখন অখুশি।

ধূমপানের কুফল জানার পরও তিনি ধূমপান করেন। দিদি আর আমি তাকে অনেক বুঝিয়েও ছাড়াতে পারিনি।

বাবার ধূমপান করা আমি কখনও মেনে নিতে পারিনি। ছোটকালে তেমন কিছু বলার সাহস হতো না। কিন্তু এখন বড় হয়েছি। তাকে বোঝাই। তিনি সিগারেট খেলে আমাদেরও ক্ষতি হয়। কিন্তু বাবা বোঝেন না। আমরা ভাইবোনরা কষ্ট পাই।

আসলে বোঝেন না বলা ঠিক না, বোঝেন হয়তো কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না।

যখন টিভি বা সংবাদ পত্রে ধূমপানের কুফল দেখি বা পড়ি তখন ভয়ে আমার ভেতরটা কুঁকড়ে ওঠে। আমি বাবাকে অকালে হারাতে চাই না। এজন্যই এতো ভয় পাই।

অনেক কষ্ট থেকে কথাগুলো লিখছি। জানি না এ কথাগুলো বলা আমার ঠিক হল কিনা। আমি চাই বাবা সুস্থ থাকুন ভালো থাকুন।  

আমার মতো এমন অনেকে আছে যারা এই সমস্যার মুখোমুখি হয়। কিন্তু তারা চেষ্টা করেও তার আপন মানুষকে ফেরাতে পারে না।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com