অসীম সমুদ্রের তীরে

নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা কয়েক জন বন্ধু মিলে ঘুরে এলাম কক্সবাজার।

৭ মে বৃহস্পতিবার রাত ১১টায় আমরা যাত্রা শুরু করি। মতিঝিলের আরামবাগ থেকে আমাদের গাড়ি ছাড়ে।

শহর পেরিয়ে নিস্তব্ধতা ছিন্ন করে ছুটে যাওয়া বাস আমাদের নিয়ে যায় যান্ত্রিক জীবন থেকে দূরে সমুদ্র শহর কক্সবাজারে।

হাসি, ঠাট্টা আর গল্প গুজবে কেটে গেল রাত। কখন একটু ঝিমিয়ে গিয়েছিলাম মনে নেই।

খুব ভোরে পাশের বন্ধুর ডাকে ঘুম  ভাঙে। চেয়ে দেখি এক অপরূপ দৃশ্য। ভোরের নীলচে আভায় দু'পাশে পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা পথ ধরে ছুটে যাচ্ছে বাস।

প্রতিটা বাঁক পার হওয়ার সময় খুব ভয় লাগছিল। কিন্তু রোমাঞ্চিত হচ্ছিলাম তার চেয়েও বেশি। এতো সুন্দর সকাল আর  মনোরম আবাহাওয়া প্রশান্তি এনে দিচ্ছিল মনে।

অবশেষে সকাল সাড়ে ৬টায় কলাতলি বাস স্ট্যান্ডে নামলাম আমরা। আমাদের আরেক বন্ধু সকালের ফ্লাইটে এসে পৌঁছেছে। ঢাকা থেকেই হোটেল বুক করে এসেছিলাম। হোটেলে ঢুকেই কাপড় ছেড়ে ছুটে গেলাম সমুদ্রের কাছে।

অসীম সমুদ্র তার বিশালতা দিয়ে প্রত্যেকের মনের মাঝেই শুন্যতা আর নিস্তব্ধতার অজানা এক অনুভূতি সৃষ্টি করে।

একজন আরেকজনের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারছিলাম না অবশেষে আমরা কক্সবাজারে। বাঁধভাঙা উল্লাসে ভেতর থেকে বের হয়ে আসা আনন্দের চিৎকার থামাতে পারলাম না কেউই।

ছুটে চললাম সমুদ্র পানে। ফিরে এসে খানিকটা বিশ্রাম নিয়ে হোটেলের পুলে সব বন্ধুরা মিলে আবার কিছুক্ষণ লাফালাফি।  

বিকালে ঘোরাঘুরি, সূর্যাস্ত দেখা আর ছবি তোলা শেষে সন্ধ্যায় বের হলাম শহর ভ্রমণে।

প্রতিটি রাস্তায় সারি সারি শুটকি আর ভাজা মাছ বিক্রির দোকান। লালচে ভাজা কাঁকড়া দেখে বেশ লোভ হল। সামলাতে না পেরে বন্ধুরা মিলে চেখে দেখলাম প্রথমবার। সুস্বাদুও বটে। আরো সাজানো ছিল ভাজা চিংড়ি, স্কুইড, রূপচাঁদা, লইট্টা মাছ।

এ এক নতুন অভিজ্ঞতা। রাতের খাবার শেষে খানিকটা বিশ্রাম নিয়ে আবার রাত আড়াইটার দিকে বের হয়ে গেলাম। ফাঁকা রাস্তায় ইচ্ছে মত ঘুরলাম।

অ্যাডভেঞ্চারের ষোলকলা পূরণে মাঝরাতে সমুদ্রতীরে ঘুরতে যাওয়ার চেয়ে ভালো কিছুই হতে পারে না। শূন্য তীর আর বিশাল সমুদ্র আমার মনে শিহরণ তৈরি করছিল।

সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝংকারের সঙ্গে পাল্লা দিয়ে গিটারের সুরে বেসুরা গলায় গান ধরে কাটালাম অনেকক্ষণ। অতঃপর রাত পার করে সুর্যোদয় দেখে হোটেলে গিয়ে ১২টা পর্যন্ত ঘুমালাম।

বার্মিজ মার্কেটে কেনাকাটা, হিমছড়ি ও ইনানি বিচ দেখতে যাওয়া আরো কত রঙিন স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে ফিরে এলাম ঢাকায়।

এই ভ্রমণের অভিজ্ঞতা লিখতে বসলে শেষ হবে না। তবুও ঐ সময়ের অনুভূতি আর মুহূর্তগুলোর বিশেষত্ব ফুটিয়ে তোলার মতো ক্ষমতা আমার দুর্বল শব্দগুলোর নেই। এসএসসি এর ছুটি সার্থক করা এই দিনগুলো নিঃসন্দেহে জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন ছিল।

যতবার সময় পাবো ততবার ছুটে যাব নীল সেই সমুদ্রে। কেন জানি মনে হয় সমুদ্র আমাকে বারবার ডেকে চলেছে।  

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com