জীবনযাপন বদলেছে চিন্তা নয়

ধীরে ধীরে আমাদের জীবনযাপন উন্নত হচ্ছে। পশ্চিমাদের থেকে আমরা ধার করছি অনেক কিছুই। আধুনিক হচ্ছি দিনের পর দিন। খালি চোখে এটাকে আধুনিকতা বললেও আদৌ আমরা আধুনিক নই।

কারণ এতে আমাদের বাইরের চেহারা পাল্টালেও চিন্তাধারা বদলাচ্ছে না। আমরা অন্যদের কাছ থেকে ফ্যাশন ধার করতে পারলেও নিজেদের মনকে আধুনিক বানাতে পারছি না।

আমি একজন ছাত্র। এজন্য শিক্ষাব্যবস্থা নিয়েই কথা বলছি। এখনও আমাদের দেশের শিক্ষাব্যবস্থা মুখস্থের বেড়াজালেই আটকে আছে। সেখানে অভিভাবক, শিক্ষকরা মুখস্থ বিদ্যার জন্য প্রশংসা করেন। সৃজনশীলতার কদর সেখানে নেই।

ফলে সৃজনশীলতার অভাবে শিক্ষার্থীদের মেধাবিকাশ ঘটছে না। সারাক্ষণ মুখস্থের চাপে বন্ধ হয়ে যাচ্ছে সৃজনশীল কাজ।

এজন্য পরীক্ষায় ভালো ফল থাকলেও বাস্তব জীবনে তা উপকারে আসে না অনেকেরই। নিজের মুখস্থ বিদ্যাকে কাজে লাগাতে পারে না।

তবুও শিক্ষক, অভিভাবক এই মুখস্থের ওপর জোর দিয়ে যাচ্ছেন। শারীরিক-মানসিক নির্যাতন করে, শাসন করেন শুধুমাত্র পড়া মুখস্থ করার জন্য।

এসব কারণে শিশুরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর এজন্য রয়েছে কোচিং সেন্টার, প্রাইভেট স্যারের ব্যাচ আরও অনেক কিছু।

এমনকি শিক্ষাকে পণ্য করে শিক্ষকরা লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু সুশিক্ষিত কেউ হচ্ছে বলে আমার মনে হয় না।

এভাবে চলতে থাকলে ক্ষতিতে পড়বে দেশ, সাথে আমরাও। তাই আমরা এখন থেকে যদি সচেতন হই, তাহলে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব। এতে উন্নত দেশের মধ্যে বাংলাদেশও থাকবে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com