মা বাবার স্বপ্ন সন্তানের কাঁধে

সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ক্রিকেটার, কেউ সাংবাদিক আবার কেউ বা অ্যাথলেট।

একটু বড় হয়েই স্বপ্নগুলো পূরণ করতে চেষ্টা করি অনেকেই। স্বপ্নটা ধরেই পথ চলি। সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করি।  

অনেকেই নিজের স্বপ্নটাকে ধরে রাখতে পারে না। বাবা মার স্বপ্ন তাদের চোখে ঠেসে দেয়া হয়।

বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের ইচ্ছা বা স্বপ্নের সাথে আমাদের স্বপ্নের মিল থাকে না।

অনেক ছেলে মেয়েকে দেখেছি ভাল ফুটবল বা ক্রিকেট খেলে। তাদের স্বপ্ন অনেক বড় খেলোয়াড় হওয়া। কিন্তু মা বাবা আর সমাজের বাধায় শেষ পর্যন্ত তারা স্বপ্নটাকে টিকিয়ে রাখতে পারে না।

সব বাবা মা কেন তার সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাতে চায় তা আমি বুঝি না। সন্তানের যে একটা চাওয়া আছে একটা ভাবনা আছে তা বুঝতেই চান না।

বাবা মার স্বপ্ন পূরণ করতে রাতদিন পরিশ্রম করলেও মনের এক কোণে বয়ে নিয়ে যায় নিজের ক্রিকেটার বা অন্য কিছু হওয়ার ইচ্ছাটাকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com