দৃষ্টি নন্দন রাবার ড্যাম

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধরলা নদীর উপর ১৪ কোটি টাকা ব্যয় বানান হয়েছে এক অপূর্ব ব্রিজ। যার নাম রাবার ড্যাম।

এই নদীতে ১৩০ মিটার দৈর্ঘ্য ও ৫৪ মিটার প্রস্থ কংক্রিটের প্লাটফর্মের উপর তিনটি রাবার বসিয়ে এই রাবার ড্যাম ব্রিজ তৈরি করা হয়।

এর নির্মাণ কাজ শুরু হয় ৭ ডিসেম্বর ২০১২। মাঝখানে হরতাল আর অবরোধের জন্য নির্মাণ সামগ্রী আনতে না পারায় এটা তৈরিতে অনেক সময় লেগেছে।

এলাকাবাসীরা মনে করেন রাবার ড্যাম প্রকল্পের পানি সেচ কাজে লাগিয়ে কৃষকরা ইরি ধান ও ভূট্টাসহ বিভিন্ন ফসল স্বল্প খরচে উৎপাদন করতে পারবে। এতে এই এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে।

এই ব্রিজের কাজ প্রায় শেষ। যদিও এই ব্রিজ দিয়ে এখনও সব যানবাহন চলাচল করতে পারেনা। কারণ যে রাস্তা দিয়ে ব্রিজে উঠতে হয় সে রাস্তা এখন ও পাকা করা হয়নি।

এছাড়া ব্রিজটিতে এখনও রং করা হয়নি। তবুও এখানে প্রতিদিন অনেক মানুষ বেড়াতে আসে। অনেকে ছবি তুলে।

এই ব্রিজের কাজ শেষ হলে এটা একটি দৃষ্টি নন্দন স্থাপনা হবে বলে এলাকাবাসী মনে করেন।

পাটগ্রাম উপজেলার নদী তীরবর্তী কয়েকটি গ্রাম সেচের আওতায় আনার লক্ষ্যে ধরলা নদীর উপর এই ব্রিজটি বানান হয়।

এটি বানানোর ফলে একদিকে যেমন কৃষকদের অনেক উপকার হয়েছে তেমনি অন্যদিকে স্হানীয় লোকজনদেরও অনেক সুবিধা হয়েছে। তারা খুব সহজেই নদীর এপার থেকে ওপারে যেতে পারে।

এখানে অনেকে আবার বনভোজন ও করতে আসে। ব্রিজটি সত্যিই অনেক সুন্দর। সূর্য ডোবার সময় আরও সুন্দর মনে হয় ব্রিজটিকে।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com