'হামরা নদী পাড়ের মানুষ বাহে'

কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বয়ে চলেছে ছোট বড় মিলিয়ে ১৬টি নদী।

এই নদীগুলো বছরের প্রায় অর্ধেকটা সময় ধরে শুকনো বালুতে ভরে থাকলেও আষাঢ় শ্রাবণে পানিতে কানায় কানায় ভরে যায়।

বর্ষার শুরু থেকে বর্ষার শেষ হওয়ার কিছুদিন পর পর্যন্তও এ জেলার চরের মানুষদের থাকতে হয় পানির সাথে বন্ধুত্ব করে।

বর্ষার সময় কুড়িগ্রামের চর এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়। আর এসময় চলাচলের জন্য এখানকার মানুষের একমাত্র ভরসা নৌকা।
এছাড়াও কলাগাছ আর কাঠের তৈরি ভেলাতেও অনেকে চলাচল করে।

বর্ষা শুরু হয়ে গেছে। আর তাই নৌকা আর ভেলা তৈরিতে ব্যস্ত এখানকার মানুষরা।

নৌকা মিস্ত্রি মোয়াজ্জেম আলীর সাথে কথা হয় হ্যালোর।
তিনি বলেন,"বাহে হামরা এই সময় নৌকা ঠিক করি, বন্যাতো আসপের নাকছে। হামরা নদী পাড়ের মানুষ বাহে। আমাদের একাজ করাই নাকপে।"

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com