প্রিয় প্রধানমন্ত্রী শুভ জন্মদিন

ঘটনাটি ২০১৫ সালের। সারাদেশে তখন বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলছে। এই অবরোধের মধ্যেও আমাদের ক্লাস, কোচিং, প্রাইভেট চলত। ৫ জানুয়ারি সকালে পরীক্ষা দিয়ে বাসায় গেলাম। এরপর বিকেলের গণিত প্রাইভেটে যাই। সঙ্গে ছিল বন্ধু অনীক।

প্রাইভেট কোচিং শেষ হয় বিকেল ৪ টায়। এরপর আমরা রিকশা করে বাড়ির দিকে রওনা দিই। রিকশা দোয়েল চত্বর, ট্রাংক রোড হয়ে ফেনী মোড়টা ঘুরতেই অনিকের মাথায় কী যেন একটা এসে লাগল। সঙ্গে সঙ্গে আমার সারা মাথায় চোখে ধারালো কিছু ঢুকতেই টের পেলাম ককটেল বা বোমা কিছু একটা মারা হয়েছে আমাদের উপর।

এরপরের ঘটনা অনেকেই জানেন। আমাদের দুজনের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। আমাদের দুজনকেই ভারতে পাঠান হয় চিকিৎসার জন্য।

সে বছরেই উনার সঙ্গে দেখা করি আমরা। দিনটি ছিল ২০১৫ সালের ২৪ মে। খুব আনন্দের ছিল দিনটি।

তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তার সাথে দেখা হওয়ার পর বুঝলাম আমাদের প্রতি তার  কত দরদ, ভালোবাসা।

আমি তাকে নানু বলে ডাকি। সেই অসুস্থতার শুরু থেকে তিনি আমাকে প্রেরণা দিয়ে আসছেন।

তিনি বলেছিলেন, "জীবনে কখনও পিছপা হবে না। যতই বিপদ আসুক।"

মনে রেখেছি তার কথা। আজীবন মনে রাখব।

২৮ সেপ্টেম্বর  প্রিয় প্রধানমন্ত্রী জন্মদিন। তার প্রতি রইল অশেষ শুভ কামনা। শুভ জন্মদিন। আপনার শতায়ু কামনা করি।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com