'চাকরি করে বাবাকে সাহায্য করব'

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ভাটরা গ্রামের ছেলে মনির। ওর বয়স বয়স ১৩ বছর হবে। ধানের ক্ষেতে কাজ করে নিজের পড়ালেখার খরচ চালায় ও।

কিছুদিন আগে মাঠে কাজ করার সময় মনিরের সঙ্গে কথা হয়। প্রচণ্ড রোদে ধান লাগাতে দেখে বেশ মায়া হয় আমার।

ও বলে, এক শতক জমিতে ধান লাগিয়ে ৩০ টাকা পায়। প্রতিদিন দুশো থেকে তিনশ টাকা আয় করে ও।

ওরা সাত ভাইবোন। বড় ছয় বোনের বিয়ে হয়ে গেছে। ও স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। বাবার পড়ালেখার খরচ চালাতে পারে না বলে ও নিজেই বিভিন্ন কাজ করে নিজে খরচ চালায়।

কাজের জন্য মাঝে মাঝেই মাদ্রাসা বাদ দিতে হয় ওকে।

ক্লাস বাদ দাও কেন জিজ্ঞেস করতেই বলে, কাজ না করলে তো খেতে পাবো না। একটু খাবার আর পড়ালেখার জন্য কাজ করতেই হয়।

কাজ করে যে টাকা পায় আত্র কিছুটা বাবা মাকে দেয় আর কিছুটা রাখে নিজের শিক্ষোপকরণ কেনার জন্য।

ও বলে, কাজ করি। কিন্তু নিজের জন্য একটু ভালো পোশাক কিনতে পারি না। ভালো কিছু খেতেও পারি না।

আরও বলে, কষ্ট করে পড়ালেখা করছি। কারণ বড় হয়ে ভালো চাকরি করব। বাবা অনেক কষ্ট করেন। তাকে সাহায্য করব।

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com