শিশুপ্রহরে শিশুশ্রম

চলছে অমর একুশে বইমেলা। অন্য বারের মত এবারও বইয়ের নেশায় মন ছুটে যাচ্ছিল মেলায়।

এবার ভাবলাম ছোট ভাই বোনদের বই কিনে দেব। শিশুতোষ বই কিনব বলে শিশুপ্রহরে মেলায় যাই।

শুক্রবার সকালে বইমেলায় গেলাম। বই কিনতে কয়েকটি স্টল ঘুরলাম। কয়েকটি বই কিনে অন্য স্টলে যাওয়ার পথে দেখলাম ট্রলিতে করে স্টলে বই পৌঁছে দিচ্ছে এক শিশু।

মনটাই খারাপ হয়ে গেল। এটা শিশুপ্রহর। অথচ শিশুশ্রমের করাল গ্রাস

পৌঁছে গেছে এখানেও।

শিশুটাকে দেখে এগিয়ে গেলাম।

ওর নাম হোসেন। সোহরাওয়ার্দি উদ্যানের পাশেই থাকে। ওর বয়স ১০ বছর। বেশি কথা বলার সময় ওর ছিল না।

ওর পিছু নিয়ে আমি স্টলে গিয়ে হাজির হলাম। কথা বললাম স্টলের একজন কর্মচারির সঙ্গে।

ছোট ছেলে দিয়ে কেন কাজ করাচ্ছেন জানতে চাইলে উনি একটু উপহাস করে বললেন, বড় ছেলের ব্যবস্থা নেই তো তাই ছোট ছেলেকে দিয়েই কাজ করাতে হচ্ছে।

"আপনি মানবাধিকার সংস্থার সঙ্গে কথা বলুন।"

মনটা বিষিয়ে উঠল। কাদের জন্য শিশুপ্রহরের আয়োজন বুঝতে পারলাম না। এই শিশুদের জন্য কেউ কী সাহায্যের হাত বাড়াবে না?

এ সম্পর্কিত খবর

No stories found.

সর্বাধিক পঠিত

No stories found.
bdnews24
bangla.bdnews24.com